এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সোমবার (১লা ডিসেম্বর) উপজেলার কড়িকান্দিস্থ এবতেদায়ী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় তিতাস উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মাদরাসার হাফেজ ও এতিম শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহিম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন হক বাবুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রুবেল সরকার, রাসেল আহমেদ, মো. তানভীন আহমেদ নূর, রকিবুল হাসান সাকিব, সদস্য রাকিব হাসান, সাব্বির রহমান, মাহবুব আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় ছাত্রদল নিয়মিতভাবে দোয়া ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”
তারা আরও বলেন, “দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
