ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জেলা পুলিশের নতুন এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Mahamudul Hasan Babu
December 1, 2025 2:57 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলা পুলিশের কর্ণধর হিসেবে সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক হৃদ্যতাপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় দেড় শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্বে অংশ নেন এবং নওগাঁ জেলায় দায়িত্ব পালনকালে গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট, মফস্বল সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ইউনাইটেড প্রেসক্লাব ও নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিচয় পর্বের পর সাংবাদিকরা সাংবাদিকদের বিভাজন সংক্রান্ত বিষয়বস্তুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমি সাংবাদিকদের সাথে বৈকাল চারটায় মতবিনিময় করার জন্য জানিয়েছিলাম এবং এ মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে এরপরে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিতি সভা সংক্রান্ত আর কোন মতবিনিময় সভা হবে না। তবে কোনো সাংবাদিক ব্যক্তিগতভাবে আসতেই পারেন এতেও বাধা নেই।

এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। পুলিশকে জনগণের আস্থার জায়গায় নিতে আমি নিরলসভাবে কাজ করবো। নওগাঁ জেলাকে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধ নওগাঁ হিসেবে পরিচিতি করব।”

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার মতামত ব্যক্ত করার পর সভা ছেড়ে চলে যান। এ সময় তিনি সাংবাদিকদের কোনরূপ মতামত না শোনায় সাংবাদিকরা অসন্তুষ্টি বোধ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পুলিশ সুপার কার্যালয় থেকে চলে আসেন।