ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ৫-দফা দাবির বাস্তবায়নে আন্দোলনরত ৮ দলের বর্ণাঢ্য স্বাগত মিছিল ও পথসভা

Mahamudul Hasan Babu
December 1, 2025 3:00 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার: জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, আদালতের আদেশ অনুযায়ী গণভোট আয়োজন এবং ৫-দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার ১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় উপজেলা সদরের কাছারী মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোড় জিরো পয়েন্টে এসে পথসভা করে। এ পথ সভায় পুরো তিনকোনা মোড় জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা সভাপতি হাবিবুর রহমান,সেক্রেটারি, ক্বারী মুহাম্মাদ আফজাল হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মাদ আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা উপজেলা শাখার সভাপতি মুফতি আমির হামজা, জামায়াত নেতা মাস্টার রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলনের উপজেলা সেক্রেটারি আফজাল হোসেন বাবুল প্রমুখ।

নেতারা ৮ দলের যৌথ দাবিসমূহ তুলে ধরে বলেন,জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন,আদালতের নির্দেশ অনুসারে গণভোট আয়োজন,জনগণের ভোটাধিকার সুরক্ষা,ন্যায়ভিত্তিক
রাষ্ট্রগঠনের সংস্কার,৫-দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা।

আগামী ৩ ডিসেম্বর রংপুরে আয়োজিত বিভাগীয় সমাবেশে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে এই স্বাগত মিছিলকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। নেতাদের আশা, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।