আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে বিএনপি চেয়ার পার্সন ও ৩ বারের সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ্য ও সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানখোলা ইউনিয়ন (খ) শাখার আয়োজনে এবং জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় গাড়াডোব সোনালী ব্যাংকের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জননেতা জাভেদ মাসুদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পদক ও বামন্দী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, জেলা যুবদলের সাধারন সম্পাদক কাওছার আলী, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতাকর্মী সমর্থকবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা ও বিশেষ মেনাজাত পরিচালনা করেন, গাড়াডোব রাইচ মিল পাড়া মসজিদের ইমাম মাওলানা জিল্লূও রহমান ও ওলামায়ে কেরামগণ।
