ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
December 1, 2025 3:06 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

হাসপাতালের সুপার ডা. বুলবুল কবিরের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন ডা. অলোক কুমার দাস, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, মেহেরপুর নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি চামিলি খাতুনসহ আরও অনেকে।

র‍্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের সুপার ডা. বুলবুল কবির ও ডা. অলোক কুমার দাস। তারা এইচআইভি/এইডস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নিরাপদ জীবনাচরণের মাধ্যমে সংক্রমণ ঝুঁকি কমানোর আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, এইডস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং পরীক্ষাকে লজ্জা নয়, দায়িত্ব হিসেবে নিতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগ জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।