বাদশা আলম, শেরপুর বগুড়া -দিনের অনেকটা সময়ই পার করেন নদীর পানির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে। চোখে মুখে আসহায়ত্বের স্পষ্ট চিহ্ন! বাঙালি নদী ভাঙ্গনের কবলে পড়ে নিজের বসতবাড়ী হারিয়ে এখন দিশেহারা। অথচ কিছুদিন আগেও তার নিজস্ব ঘর ছিল, বাড়ী ছিল যেখানে স্তী-সন্তানদের নিয়ে হাসিখুশিতেই বসবাস করতেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ বসত বাড়ী, ফসলী জমি হারিয়ে নিঃস্ব এক মানুষ তিনি। বলছি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের কথা। শুধু সাত্তারই নয় এমন গল্প এখন ঘাসুড়িয়া সহ আশেপাশের আরও তিনগ্রামের অসংখ্য মানুষের। ঘাসুড়িয়া গ্রামের উত্তর পাশ ঘেঁষে প্রবাহিত হয়েছে বাঙালি নদী। আর সেই বাঙালী নদীর ভাঙনের কবলে পড়ে বাড়িঘর, ফসলী জমি হারিয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন তারা।
সরেজমিনে গিয়ে ঘাশুড়িয়া গ্রামের বাসিন্দা গোলাম মোহাম্মদ, নূরে আলম, আফছার আলীসহ প্রায় ১৫ জন লোকের সাথে কথা বলে জানা যায়, নকশা অনুযায়ী নদীর মুল প্রবাহ ছিল বর্তমান অবস্থান থেকে অন্তত ৬০০ ফুট উত্তরে। গত কয়েক বছরে ক্রমাগত ভাঙনের ফলে নদীটি এখন দক্ষিনদিকে সরে এসেছে। প্রায় এক বছর আগে নদীটি পুনঃখনন করা হয়।
খননের সময় ঠিকাদারেরা বলেছিলেন, মূল নদীপথেই খনন করা হবে। কিন্তু শেষ পর্যন্ত নদীর দক্ষিণ পাশে পাড় ঘেঁষে খনন করা হয়। সে সময় বিষয়টি নিয়ে গ্রামবাসী বিরোধিতা করে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেন। কিন্তু অভিযোগ গুরুত্ব না পাওয়ায় এখন পুরো গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে। গত দুই মাসে ঘাশুড়িয়া ছাড়াও নলুয়া ও সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামও শুষ্ক মৌসুমেই ভাঙনের শিকার হয়েছে। অন্তত ৫০ থেকে ৭০টি পরিবারের বাড়িঘর এখন ঝুঁকিতে পড়েছে। সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের চারটি ঘরসহ নদীর পাড়ের আরও অন্তত ১১টি পরিবারের বাড়ি ভাঙনের মুখে। আশ্রয়ণ প্রকল্পের পরিবারের সদস্যরা বলেন, নদীভাঙনে এখন আশ্রয়টুকুও টিকবে না। ভাঙনের প্রভাব পড়েছে সীমাবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামেও। অনেক কৃষকের জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে।
তিন গ্রামের কৃষকেরা বলেন, সেচযন্ত্র দিয়ে নদী থেকে পানি তুলে প্রায় ৫০০ বিঘা জমিতে চাষাবাদ করেন তারা। কিন্তু ভাঙনে সেচঘরগুলো নদীতে বিলীন হয়ে গেছে। ফলে আগামী মৌসুমের চাষাবাদ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত সাত্তারসহ অনেকেই বলেন, যখন নদী খনন শুরু করে, তখনই আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের অভিযোগের গুরুত্ব না দেওয়ায় আজ আমরা এতটা ক্ষতির সম্মুখীন হয়েছি। যদি তাড়াতাড়ি এর কোন সমাধান না করে তাহলে আরও জমি, বাড়ি নদীর মধ্যে যাবে। তাই প্রশাসনের কাছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম বলেন, নদী ভাঙন নিয়ে তিনি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসককে লিখিতভাবে জানাবেন।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, তিনি সম্প্রতি কর্মস্থলে যোগ দিয়েছেন। নদীভাঙনের কারণে ওই তিন গ্রামের মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এ তথ্য তিনি জানেন না। তিনি সরেজমিন ঘুরে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ওই কর্মকর্তা।
