মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন।কর্মবিরতির কারণে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চার দফা দাবির ব্যানার প্রধান ফটকে ঝুলিয়ে শিক্ষকরা অবস্থান ধর্মঘট পালন করছেন। কর্মবিরতির কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়ায় হতাশ হয়ে অনেক শিক্ষার্থী পরীক্ষার উপকরণ নিয়ে এসে ফিরে যেতে বাধ্য হয়।
পরীক্ষা না হওয়ায় অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষক ও প্রশাসনের দ্বন্দ্বের বলি যেন শিশুদের হতে না হয়।
অন্যদিকে শিক্ষকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মবিরতি পালন করছেন। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করতে বাধ্য হয়েছেন বলেও জানান তারা। দ্রুত দাবি মেনে নিলে কর্মবিরতি তুলে নিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ফিরবেন বলেও আশ্বাস দেন শিক্ষকেরা।
