মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো.বাইজিদ বোস্তামী । দোয়া মাহফিলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন।বর্তমানে তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানান।কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নিহাজ ওভি ডাবলু সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পাবনা ড্যাব এর সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসানুল হাবিব,কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.রাতুল সরকার, যুগ্ম আহ্বায়ক মো.হৃদয় সরকার। সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.সেলিম সরকার সহ প্রমুখ ,বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রদলের নেতৃবৃন্দ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
