ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

Mahamudul Hasan Babu
December 2, 2025 1:24 pm
Link Copied!

সুমন মালাকার  কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর দাবীতে সারা বাংলাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে  ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মরত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী  ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
 মঙ্গলবার সকাল থেকেই কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ কর্মসূচি পালন করা হয়।  কোটচাঁদপুর উপজেলা সদর কিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হালিমা খাতুন তার বক্তব্যে জানান আমাদের একটি দাবী দীর্ঘ ২৬ বছর ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না হলে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। আন্দোলনে অংশ নেয়া দোড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় কুমার জানান ২৬ বছর ধরে একটি মাত্র দাবী নিয়ে আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কিন্তু আমাদের নিয়োগবিধি সংশোধনে কার্যকর কোন ব্যবস্থা কর্তৃপক্ষ নেননি। সে কারণে আমরা বাধ্য হয়ে কেন্দ্রিয় সমিতির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে অবহেলিত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী  ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ আজ মঙ্গলবার থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবী না মানা হলে এ কর্মসূচি ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমিতির সিদ্ধান্ত হলে পরবর্তীতে আবারও কর্মসুচি ঘোষনা করা হবে। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সকলইে জানান আমরা বৈষমের স্বীকার, শিক্ষাগত যোগ্যতা থাকার পরও একই পদে থেকে সারাজীবন চাকুরী করতে হয়। চাকুরীর নিয়োগ বিধি নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছেন বাস্তবসম্মত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। চাকুরির নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান তারা।