ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ‘বাংলাদেশ জাসদ’ এর কর্মীসভা

Mahamudul Hasan Babu
December 2, 2025 1:27 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জাসদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) সন্ধায় বাংলাদেশ জাসদ, উপজেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসদ উপজেলা শাখা’র সভাপতি মোঃ আনছার আলী (মিঠুন)। জাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংলাদেশ জাসদের পঞ্চগড় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ উপজেলা সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জটিল বর্মন প্রমুখ। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন্য দরকার আদর্শিক রাজনৈতিক শক্তি।