সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় আনিসুর রহমান আনিসুর (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত আনিসুর কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জনগণ সূত্রে জানা যায়, আনিস আগে মহেশপুর থানায় কর্মরত ছিলেন সেই সুবাদে বাসা এখনো মহেশপুরে আছেন। সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে আসছিলেন। কোটচাঁদপুর শহরের বলুহর বাস স্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় গুরুতর আহত আনিসকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। ট্রাক টি আটক করা হলেও পলাতক রয়েছে চালক তাকে শনাক্ত করা হয়েছে। আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা রুজু করা হবে ইতিমধ্যে শ্রোতাল সম্পন্ন হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
