ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ক্লিনিকের ওয়াশরুমে প্রসবের পর নবজাতক ফেলে পালালেন অজ্ঞাত নারী

Mahamudul Hasan Babu
December 2, 2025 2:19 pm
Link Copied!

জাহিদ হাসান: মাদারীপুর শহরের বাবু চৌধুরী ক্লিনিকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ক্লিনিকের ওয়াশরুমে প্রসব করে এক অজ্ঞাতনামা মহিলা নবজাতক মেয়ে শিশুটিকে রেখে পালিয়ে যান।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে পরিচ্ছন্ন কর্মী সাথী বেগম ওয়াশরুমে প্রবেশ করলে শিশুটিকে দেখতে পান। ঘটনাটি দেখে তিনি হতবিহ্বল হয়ে পড়েন এবং দ্রুত ক্লিনিকের রিসেপশনে দায়িত্বে থাকা স্বর্ণালী খন্দকারকে বিষয়টি জানান।
পরে নবজাতক শিশুটিকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার আওতায় রয়েছে।
শিশুটি কার, কে রেখে গেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।