মিজানুর রহমান মিজান :লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বৃত্তি সনদ প্রদান, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গনে বৃত্তি সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেদুল ইসলাম রাসেদ বলেন, ৫০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ তুলে দেওয়া হলো। বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই বিদ্যালয়ে। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলা সহ নানা প্রতিযোগীর মধ্যে দিয়ে পরিচালিত হয় স্কুলের শিক্ষা কার্যক্রম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ কে এম মমিনুল হক, এসময় তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দিয়ে বলেন, শিবরাম স্কুলে মানসম্মত শিক্ষা ও সুন্দর হাতের লেখা প্রশংসনীয় । তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে।
অনুষ্ঠানে আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ নুরনবী।
