ঢাকাFriday , 25 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিজেরা অন্যায় করবো না,অন্যকেও অন্যায় করার সুযোগ দিবোনা- আইজিপি

shahin
October 25, 2024 3:56 pm
Link Copied!

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি : শুক্রবার (২৫ অক্টোবর)বিকালে আমরা নিজেরা অন্যায় করবো না,অন্যকেও অন্যায় করার সুযোগ দিবো না। পঞ্চগড় জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে পুলিশের অফিসার ও ফোর্সের সাথে এক বিশেষ কল্যাণ সভায়, প্রধান অতিথির বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) ময়নুল ইসলাম একথা বলেন।  তিনি আরোও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই। পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে-সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং পঞ্চগড় জেলার পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। সভা শেষে আইজিপি পঞ্চগড় সদর সার্কেলের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করেন।