মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘ দিনের প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ২য় দিনের মতো দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করে।
কর্মসূচি উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্য পরিদর্শক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজার রহমান প্রধান, পরিবার কল্যান সহকারী রওশন আরা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাশেদুল ইসলাম প্রমুখ। এতে পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার মাঠকর্মীরা অংশ নেন।বক্তারা বলেন, মাঠ পর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ঊচও), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা ও কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে ও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি।
তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে পড়ে থাকার কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আর ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
