ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় আফিল এগ্রো লিমিটেডে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

Mahamudul Hasan Babu
December 3, 2025 3:51 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের অবস্থিত আফিল এগ্রো লিমিটেডে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বয়লার ইউনিট-১ এ ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। যার করণে অফিস, ৩টি গুদাম সহ অনেক কাঁচামাল, কুলিংপ্যাড ও মেশিনারীজ ভস্মিভুত হয়।
আফিল এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মোঃ মানোয়ার হোসেন জানান, দুপুরের সময় আমরা সবাই নামাজ পড়তে যাওয়ার পর ও শ্রমিকদের লান্সের সময় তাহারা বের হয়ে দেখে গুদাম ঘরের মধ্য থেকে ধোয়া বের হচ্ছে তখন তাদের চিৎকারে আমরা নামাজ শেষ করে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং তাৎক্ষনিক ফায়ার সার্ভিস অফিসের জরুরী সেবা কেন্দ্রে অবগত করার পর তারা সহ অতিরিক্ত দুইটি টিম তাদের একান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না। আমাদের উদ্ধতন কর্মকর্তারা তদন্ত পূর্বক বিষয়টা পর্যাবেক্ষণ করবেন। উল্লেখিত ঘটনায় এখনও পর্যন্ত আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরী জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। তিনি আরও বলেন, আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং যশোর থেকে সহকারী পরিচালক ও ইউনিট-১ এর জনবল সহ সকলের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।