স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়া’ অসহায় ও এতিম শিশুদের মাঝে কলমধরি হাফেজিয়া মাদ্রাসায় কার্পেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে আয়োজিত এই কার্যক্রমে শিশুদের জন্য আরো আরামদায়ক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করাই ছিল সংগঠনের মূল উদ্দেশ্য।
কার্পেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ব ফসিয়ার রহমান খান,সোহেল রানা,শিক্ষক হাফিজুর রহমান,মোঃ রাজীব খান ও শিক্ষার্থী জিহাদ মিয়া।এ সময় উপস্থিত ছিলেন ছায়া সংগঠনের পক্ষ থেকে মোঃ জহিরুল ইসলাম,
মোঃ রফিকুল ইসলাম,মোঃ আতিক হাসান,মোঃ মাসুদ রানা,মোঃ ইমরান হোসেনসহ অন্যান্যরা।
মানবতার সেবায় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে ছায়ার এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
