ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাইয়ের গণহত্যাকারীদের ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য – মাগুরায় প্রেস সচিব শফিকুল আলম

Mahamudul Hasan Babu
December 5, 2025 12:46 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : জুলাইয়ের গণহত্যাকারীদের ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে প্রমানিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণ হত্যার চিত্র। আমাদের এখন মূল লক্ষ্য হত্যাকারীদের এদেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। ২৪ এর গণহত্যার শহীদের মায়েরা আজও কাঁদছে বিচারের দাবিতে। তাদের চোখের জলে কাঁদছে বাংলাদেশ। তাই বিচারের রায় যতদ্রুত কার্যকর হবে ততই আমাদের সফলতা। আমরা চাই পরবর্তী নির্বাচিত সরকার এদেশে বিচারের রায় কার্যকর করবে।৫ ডিসেম্বর শুক্রবার বেলাহহ
১১ টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা অফিসের বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মাগুরার ৪ টি উপজেলার ৯ টি কলেজ ফুটবল দল অংশ নিয়েছে। উদ্বোধনী ১ম খেলায় সকালে মাগুরা সরকারি সোহরাওয়াদী কলেজ মুখোমুখি হয়েছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। আগামী ১২ ডিসেম্বর শুক্রবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।