রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরে ইসলামপুর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকালে ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি উদ্যোগে মুখশিমলা গ্রামের বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সভাপতি ও এ্যাসাট গ্রুপে চেয়ারম্যানে সভাপতিত্বে,প্রধান অতিথি বক্তব্য রাখেন,পরিচালক-মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা কাজী কাইয়ুম শিশির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,শামীম আহাম্মেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষকদলে সাবেক সাধারণ সম্পাদক,বিষ্ণ চন্দ্র মন্ডল,ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক শাহ্ জালাল সরকার,অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার,ফয়সাল আহাম্মেদ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য বলেন,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি ডকুমেন্টারি আজ প্রকাশ করেছে সরকার।সেখানে বলা হয়,শিষ্টাচার,সৌজন্যবোধ,দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত আরোগ্য, দ্রুত দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব সাবেক এজিএস ঢাকা কলেজ মনিরুজ্জামান মনির।
