ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশে বড় ধরনের কোন সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত করবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, “কুড়িগ্রামে রুহুল কবীর রিজভী “

Mahamudul Hasan Babu
December 5, 2025 1:16 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টারবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বড় ধরনের কোন সংকট তৈরী না হলে বা বিপর্যস্তকর কোন পরিস্থিতি তৈরী না হলে রমজানের আগেই ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের কথা বলেছেন বিএনপি সে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

এসময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন তারেক রহমান গন মানুষের নেতা তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তার নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।

এসময় দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে।
শুক্রবার দুপুরে তার গ্রামের কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোওয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবু,ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা:ইউনুছ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিমখান ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।