মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত পল্লীকবি জসীম উদদীন এর কবর কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমীতে রাখালিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচীতে ছিল কবর কবিতা পাঠ,কবর কবিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন,আলোচনা,প্রতিক্রিয়া এবং পল্লীগীতি পরিবেশনা। মাগুরার অন্যতম সাহিত্য সংগঠন সপ্তক সাহিত্য চক্র ও অনির্বাণ সাহিত্য সংসদ যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, মহম্মদপুরের বাবুখালি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম, ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাশ ও কবি গালিব রহমান। স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক কবি শিকদার ওয়ালিউজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিকাশ মজুমদার। দুপুরের পর অনুষ্ঠিত হয় পল্লীগীতি পরিবেশনা ও কবিতা পাঠ। সমগ্র অনুষ্ঠানে জেলার কবি সাহিত্যিকগণ, সুধীজন ও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
