জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার “সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে”এই শ্লোগানে শনিবার ৫ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযান উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এটি প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত হয়, যার মূল লক্ষ্য লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি ও পদক্ষেপ গ্রহণ করা, এবং এই প্রচারাভিযানে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও সরকার অংশ নেয়, যা এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল সহিংসতা প্রতিরোধ’।
প্রীতি ম্যাচ ফুটবল খেলায় সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল তার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা করে দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে। প্রথম অব্দে কোন দল ফলাফল আনতে পারেনি, দ্বিতীয় অব্দে দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল দুটি গোল দিয়ে জয়লাভ করে।খেলা শেষে আলোচনা সভা ও মনসা নাটক উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান ,সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম, চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) প্রতিমা রানী রায়, ফিল্ডফেসিলিটেটর রনজিৎ রায়,আফরোজা হ্যাপী,জাহিদুল ইসলাম জাহিদ,আনিছুর রহমান সহ আরো অনেক।
