এস এ ডিউক ভূইয়া তিতাস প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পর তাদের তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহপুর গ্রামের আনু মিয়ার ছেলে রবিউল আউয়াল রবি (২৭), আব্দুল মন্নাফ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন ওরফে বাহাদুর (৩৪) এবং আব্দুল কাদিরের ছেলে মো. ইকবাল (৩০)। তারা সবাই তিতাস উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।
তিতাস থানা সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শাহপুর গ্রামে সেনাবাহিনীর যৌথ দল অভিযান চালায়। এ সময় রিপন মিয়ার বসতঘর থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও কাঠের বাটযুক্ত ১টি দা উদ্ধার করা হয়। একই অভিযানে তিনজনকে আটক করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন বলেন, “তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।”
