ঢাকাMonday , 8 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে আদর্শ কিন্ডারগার্ডেন স্কুলের ৫শ্রেণীর বিদায় অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
December 8, 2025 12:32 pm
Link Copied!

শ্রী মনোরঞ্জন চন্দ্র(রানীনগর)নওগাঁ প্রতিনিধি:নওগাঁ রাণীনগরের পারইল ইউনিয়নের বগারবাড়ী বাজারের আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান,অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশ সভাপতিত্বে করেন

মো:এসাহক আলী সরদার,  সহকারী জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শুভেচ্ছা বক্তব্য অধ্যক্ষ জনাব সুকমল চন্দ্র সাহা। বিশেষ বক্তব্য রাখেন আব্দুল্লাহ- আল-মামুন,মো:শেখ বাবু (অভিভাবক সদস্য)। মূল্যবান বক্তব্য রাখেন মো:আব্দুস সামাদ(শিক্ষক প্রতিনিধি)।  শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন  বিদ্যালয়ের উদ্যােক্ত ও পরিচালকএনামুল হক রানা আকন্দ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান(প্রধান শিক্ষক) আবাদ পুকুর উচ্চ বিদ্যালয়,জুলফিকার বারী শাহীন (সহকারী শিক্ষক) ভেটি মাদ্রাসা,মো:ফরিদ আলী(অব:প্রাপ্ত প্রধান শিক্ষক) তানজিলা আকন্দ লাকি,নন্দিতা রানী,রামকৃষ্ণ পাল, মোঃফাহিম ইসলাম, প্রান্তোষ কুমার সহপ্রমথ।

বক্তারা বলেন, শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। স্কুলের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের চেষ্টায় ও সহযোগীতায় প্রতিটি স্কুল সঠিকভাবে পরিচালিত করলে আগামীতে এসব শিক্ষার্থীরা স্থানীয় ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।