ঢাকাMonday , 8 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে ড্রেজার মালিকের উপর চাঁদাবাজির অভিযোগ, মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা

Mahamudul Hasan Babu
December 8, 2025 12:30 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে ড্রেজার মালিকের কাছে চাঁদা দাবি, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বশির উদ্দিন (৪০) তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ২নং জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি দক্ষিণপাড়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় হুমায়ুন কবিরের বাড়ির পাশে ড্রেজারের মাধ্যমে মাটি ভরাটের কাজ করছিলেন বশির উদ্দিন। কাজ শুরু হওয়ার পর থেকেই একটি চক্র তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে; চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।গত ৬ ডিসেম্বর বিকেলে অভিযুক্ত বিবাদীপক্ষের ১০-১২ জন লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে এবং পুনরায় চাঁদার টাকা দাবি করে। বশির উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখমের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় হামলাকারীরা তার পরিহিত লুঙ্গি থেকে ব্যবসার নগদ ১ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের একটি রেডমি মোবাইল ফোন লুট করে নেয়। হামলা ঠেকাতে এগিয়ে আসা ড্রেজারের কর্মচারী সাইফুল ইসলাম ও ফয়সাল মিয়াকেও প্রহার করা হয়। হামলাকারীদের একজন ফয়সালের ব্যবহৃত পনের হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি কেড়ে নেয় বলে অভিযোগে বলা হয়।

ঘটনার সময় ড্রেজারের অনেকগুলো পাইপ ভাঙচুর করা হয়। এতে প্রায় ১ লাখ ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় মো.বশির উদ্দিন তিতাস থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বিবাদীদের নাম উল্লেখ করা হয়েছে—
মো. শাহিন মিয়া (৪৫),মো.রফিক মিয়া (৪০), মো. মহসিন মিয়া ,
মো. জাহাঙ্গীর আলম (৬০), মো.শফিক মিয়া (৩০),মো. রাসেল মিয়া (২৫), মো.শাহিন মিয়া (২৫), এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।

ভুক্তভোগীর পরিচয় মো.বশির উদ্দিন (৪০),পিতা: মৃত নাজিম উদ্দিন,গ্রামঃ জগতপুর (১ম গোবিন্দপুর) ২নং জগতপুর ইউনিয়ন,তিতাস উপজেলা, কুমিল্লা।

এলাকাবাসীর দাবি—বিভিন্ন সময় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একটি প্রভাবশালী চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, আমরা মিলেমিশে ড্রেজার ব্যবসা করার জন্য ষোল সদস্যের একটি কমিটি করি। কিন্তু বলা নেই কওয়া নেই, বেনজির ওরফে বেনু আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদেরকে বাদ দিয়ে ড্রেজার বসানো শুরু করে। ফলে ছোট ভাইয়েরা ক্ষিপ্ত হয় এবং কয়েকটি পাইপ ভেঙে ফেলে। আওয়ামী লীগের লোকজন এত সাহস পায় কই?
উজিরাকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহিন বলেন, আমরা চাই ড্রেজার বন্ধ হয়ে যাক। কেউই যাতে ড্রেজার চালাতে না পারে। কারণ সাধারণ মানুষের অনেক ক্ষতি হয় ড্রেজারের কারণে। আমি বাঁধা দেওয়ার কারণে আমার দোকানে হামলা চালায়।

এ বিষয়ে তিতাস থানা পুলিশ বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।