আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় মসলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ০২দিন ব্যাপী ৬০জন কৃষক ও কৃষাণীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চমূল্যের মসলা উৎপাদন প্রযুক্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাহিনুল ইসলাম।যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সুশান্ত কুমার তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়, যশোরের খয়েরতলার, হটিকালচার সেন্টার উপ পরিচালক দিপঙ্কর কুমার দাস, ঢাকা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর প্রকল্প পরিচালক কৃষিবিদ রাসেল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ।