ঢাকাMonday , 8 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাসাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

Mahamudul Hasan Babu
December 8, 2025 5:14 pm
Link Copied!

শরীফুজ্জামান, বাসাইল টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বাসাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মতবিনিময় সভা করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, উপদেষ্টা রেজওয়ান শরিফ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, খায়রুল ইসলাম তালহা, কার্যনির্বাহী পরিষদের সদস্য রাশেদা সুলতানা রুবি, সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আহমেদ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম দিপু, কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহাঙ্গীর বিন জাফর, শরিফুজ্জামান, প্রেসক্লাবের সদস্য জিয়ারত জুয়েল, আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় বাসাইল থানার সেকেন্ড অফিসার আব্দুল ওহাব, বাসাইল প্রেসক্লাবের সদস্য মো. রুবেল মিয়া, মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়।

অনুষ্ঠানে বাসাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির উপজেলায় মাদক নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, আলমগীর কবির এরআগে কিশোরগঞ্জের মিঠামইন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা।