স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুর থানায় নবাগতা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: আশরাফুজ্জামান।সোমবার (৮ ডিসেম্বর) অপরাহ্নে থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
খুলনা রেঞ্জ থেকে লটারির মাধ্যমে মহম্মদপুর থানায় পোস্টিং পাওয়া এ পুলিশ কর্মকর্তা সর্বশেষ লালমনিরহাট জেলায় অপরাধ শাখায় দায়িত্ব পালন করেছেন।তিনি ফরিদপুরে জন্ম নেওয়া আশরাফুজ্জামান-২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন ইউনিট ও থানায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণ শেষে ওসি মো: আশরাফুজ্জামান বলেন,“মহম্মদপুরকে মাদক,দাঙ্গাহাঙ্গামা ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আইন-শৃঙ্খলা সুদৃঢ় করতে কমিউনিটির সহযোগিতা অপরিহার্য।একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সমর্থনই আমার প্রেরণা।
