আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ০৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে বিকাল ৩টা পর্যন্ত ঝিকরগাছা বিএম হাই স্কুলে এই নির্বাচনে প্রবীণ বিশিষ্ট নেতা, সদ্যবিদায়ী আহবায়ক ও সাবেক ৩ বারের সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপু (২৯০ভোট) কে হারিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি (৪৩৭ভোট) সভাপতি পদে বিজয়ী হয়েছেন। উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম (২৪৩ ভোট), উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি (২২৩) কে হারিয়ে উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন (২৬২ ভোট) সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি গোলাম কাদের বাবলু (২৯৯ ভোট), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক (২২৯ ভোট) ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মরহুম জালাল উদ্দিন আহম্মেদের ছেলে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহম্মেদ (১৩৮ ভোট) কে হারিয়ে উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ (৩৬৮ ভোট) প্রথম সাংগঠনিক সম্পাদক হয়েছেন ও পানিসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার (৩৪৩ ভোট) দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ১৫ বছর পর উপজেলার ১১টি ইউনিয়নের ও ১টি পৌরসভার মোট ৭শ’ ৮১জনের মধ্যে ৭শ ৫০জন ভোটার ব্যালটের মাধ্যমে কাধে কাধ মিলিয়ে এক যোগে তাদের কাঙ্খিত নেতা নির্বাচন করেছেন।