বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য সামনে রেখে বোদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বোদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এ সময় আলোচনা সভায় ‘অদম্য নারীর বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সফল জননী হিসেবে জরিনা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
