ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মায়ের মামলায় বাবা আসামী ছেলের দাবী ঘটনা সাজানো, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন।

Mahamudul Hasan Babu
December 9, 2025 10:42 am
Link Copied!

মিজানুর রহমান মিজান লালমনিরহাট প্রতিনিধিঃমায়ের দেয়া মামলায় আসামী করা হয়েছে স্কুল শিক্ষক বাবাকে। একমাত্র ছেলের দাবী মা বাবার মধ্যে বনিবনা ছিলো না। বাবাকে হয়রানি করতেই মামলায় বাবাকে আসামী করা হয়েছে।
রোববার (৯ডিসেম্বর) বিকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানান, ভুক্তভোগী স্কুল শিক্ষক বারা সিরাজুল ইসলামের ছেলে মোস্তাকিম বিল্লাহ লাবীব। দুই সন্তানের জননী মা লাভলী বেগম পাশের গ্রামের মৃত আফসার আলীর কন্যা।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার দক্ষিণ গোপাল রায় গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী স্কুল শিক্ষক সিরাজুল  ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছেলে মোস্তাকিম বলেন, ‘আমার মা তুচ্ছ ঘটনায় কাউকে না বলেই নানার বাড়ী চলে যেতেন। আমার বোনের বিয়ে হয়েছে। বেশিরভাগ সময় বাবার সঙ্গে রান্না থেকে শুরু করে সব কাজ করতে হয়।  মসজিদের ইমাম বাবার কোন কথাই শুনতো না মা।  নিজ ইচ্ছায় চলাফেরা করতো। সব সময় বাবার সঙ্গে তর্ক করতো, বাবাকে মানসিক নির্যাতন করতো। এই বিষয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক করেও মাকে শান্ত করা যায়নি। অবশেষে  তালাক নেওয়ার জন্য বাবাকে চাপ দেয় মা। এক পর্যায়ে উপায়ান্তর না পেয়ে গত ১৮ফেব্রুয়ারী বাবা মাকে তালাক দেন বাবা। এরপর থেকে নানা বাড়িতেই আছেন মা।
এদিকে তালাকের পর আরো ক্ষিপ্ত হয় মা।  তিনি তালাকের পর বাবার নামে নির্যাতনের সাজানো অভিযোগ এনে গোপনে কোর্টে মামলা করেন মা। সেই মামলার ওয়ারেন্ট হলেও বাবা জানতেন না। পরে সেই মামলায় আমার স্কুল শিক্ষক বাবা ৭দিন জেল হাজতে থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এতে সমাজে বাবার সম্মানহানি হয়েছে।
এসময় ছেলে মোস্তাকিম বাবার নামে দায়ের করা মায়ের  সাজানো মামলা থেকে অব্যহতির দাবী জানিয়েছেন।