ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গন্ধগোকুল উদ্ধার: শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর উদ্যোগে বনবিভাগের সহযোগিতা

Mahamudul Hasan Babu
December 9, 2025 12:45 pm
Link Copied!

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সোনারপাড়া এলাকায় বন্দী করে রাখা একটি গন্ধগোকুল (Civet) উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্যরা বনবিভাগের সহযোগিতায় প্রাণীটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান আলী জানান, গৃহের পাশে অচেনা প্রাণী দেখতে পেয়ে এলাকাবাসী সেটিকে আটক করে হত্যা করতে উদ্যোগ নেয়। শুরুতে তিনি প্রাণীটি চিনতে না পারলেও একজন সাংবাদিকের সহায়তায় ঘটনা তীরের সদস্যদের জানানো হয়। পরে তীরের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে এটিকে গন্ধগোকুল হিসেবে শনাক্ত করেন এবং নিরাপদে উদ্ধার করেন।

তীরের সভাপতি আশা মনি জানান, বিষয়টি জানার পর তারা দ্রুত বগুড়া সামাজিক বনবিভাগকে অবগত করেন। পরে যৌথভাবে প্রাণীটি উদ্ধার করে নিরাপদ আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে গন্ধগোকুলের পরিবেশগত গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, গন্ধগোকুল সম্পূর্ণ নিরীহ ও নিশাচর প্রাণী। এটি বনজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্ধার অভিযানে তীরের সভাপতি আশা মনি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মফিদুল ইসলামসহ বগুড়া সামাজিক বনবিভাগের কর্মকর্তারা সহযোগিতা করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’ ২০১১ সাল থেকে জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সংগঠনটি ২০২১ সালে জাতীয় পুরস্কারে ভূষিত হয়।