গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া এলএসডি খাদ্য গুদামের ভবন নির্মাণে মেজে ঢালাইয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার বাবু ইসলাম ও রংপুর বিভাগীয় প্রকৌশলী আরশাদ আলী মন্ডলের বিরুদ্ধে।
এ বিষয়ে পিডি প্রধান প্রকৌশলী,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে মৌখিক অভিযোগ করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া এলএসডি খাদ্য গুদামের ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম আর কন্টাকশন ও চারু এন্টার প্রাইজ।
৮ ডিসেম্বর অর্ধেক মেজে ঢালাই করে বাকী অর্ধেক পরের দিন ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় প্রকৌশলী উপস্থিত থেকে ঢালাই শুরু করে করার কথা কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রকৌশলী উপস্থিত নেই।
উক্ত ঢালাইয়ে নিম্নমানের পাথর ও সিডিউল অনুযায়ী রডের ব্যবহার না করে ঢালাই সম্পর্ন করেছেন,মেজে ঢালাইয়ে নিম্নমানের সামগ্রীর ব্যবহারের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে মৌখিক ভাবে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।
অপরদিকে, স্থানীয় একাধিক ব্যক্তি নাম না প্রকাশ শর্তে বলেন,খাদ্য গুদামের ভবন নির্মাণের শুরু থেকেই ঠিকাদার বাবু ইসলাম নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানান অনিয়ম করে আসছে।
উক্ত ভবন অল্প সময়ের মধ্যে ওই স্থান ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। যা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। ঠিকাদারের এ অনিয়মকে সমর্থন দিয়ে যাচ্ছেন রংপুর বিভাগীয় প্রকৌশলী আরশাদ আলী মন্ডল।
স্থানীরা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ঠিকাদারের সঙ্গে কথা বলার জন্য ফোন দেওয়া হলেও ফোন রিসিভ করেন নাই।
