জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার :কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার সনামধন্য প্রজেক্ট চাইল্ড নট ব্রাইট(সিএনবি) প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরের উপজেলা মডেল মসজিদ হলরুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিএ সময় বক্তারা জানান (এমজেএসকেএস) চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি অর্থায়নে
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি,৬ ইউনিয়নের যুব সমাজের নেত্রীবৃন্দ,চ্যাম্পিয়ন বাবা মায়েদের নিয়ে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর)ইলিয়াস আলীর সঞ্চালনায় ও প্রজেক্ট কো অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আইসিটি স্পেশালিষ্ট রাজিমুল আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা ওয়ালিউল্লাহ মন্ডল,উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, ফুলবাড়ী থানার এসআই শাহ আলম,উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোবারক হোসেন,১নং নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী,৩ নং ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ৪নং বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতিউর রহমান মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) উপজেলা যুব সংগঠন প্ল্যাটফর্মের সভাপতি আনিসুর রহমান,চ্যাম্পিয়ন মা নার্গিস
আক্তারসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) প্রতিমা রানী রায়, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ফিল্ডফেসিলিটেটর রনজিৎ রায়,আফরোজা হ্যাপী,জাহিদুল ইসলাম জাহিদ সহ আরো অনেক।
এ সময় বক্তারা জানান,বাল্যবিবাহ প্রতিরোধে ও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের আর্থিকভাবে সহযোগিতা ও প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে যথেষ্ট ভূমিকা রেখেছে সিএনবি প্রজেক্ট, এই প্রজেক্টের মেয়াদ শেষ হলোও ইউনিয়নের যুব সমাজের নেত্রীবৃন্দের মাধ্যমে উপজেলায় এর কার্যক্রম বন্ধ থাকবে। বক্তারা সিএনবি প্রজেক্টের মেয়াদ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
