স্টাফরিপোর্টার মাগুরা।। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের মিনি হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন,অধিকার এবং সমাজে অদম্য সংগ্রামী নারীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন।স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.তাহমিনা আফরোজ।
অনুষ্ঠানে অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন,
জেলা বিএনপি’র সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহা. মতিউর রহমান
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ নুর মোহাম্মদ
প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো.আজিজুর রহমান টুটুল,
কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুচ আলী,
টি অ্যান্ড টি’র সাবেক কর্মকর্তা ও সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু,
প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম
উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রেশমা খাতুন,
একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দার,
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার,
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতু প্রমুখ।
পাঁচ অদম্য নারী পেলেন ‘জয়িতা’ সম্মাননা
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে মহম্মদপুরের পাঁচ অদম্য নারীকে ‘জয়িতা’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।তারা হলেন-
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: বিলতা রানী বিশ্বাস (রুইজানি গ্রাম,মহম্মদপুর ইউনিয়ন)
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছা. লিপি খাতুন (রায়পুর গ্রাম,বাবুখালী ইউনিয়ন)
সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায়: সুলতানা রউফুন্নাহার (গোপালনগর গ্রাম,মহম্মদপুর ইউনিয়ন)
নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: মোছা.রিক্তা পারভীন (বেথুলিয়া গ্রাম,বিনোদপুর ইউনিয়ন)
সফল জননী: মোছা.আঞ্জুমান আরা বেগম (চৌবাড়িয়া গ্রাম,বিনোদপুর ইউনিয়ন)
সংবর্ধনা গ্রহণের মুহূর্তে জয়িতাদের চোখেমুখে আনন্দ ও গর্বের উজ্জ্বল ঝিলিক ফুটে ওঠে। উপজেলার নারী উন্নয়ন,অধিকার প্রতিষ্ঠা এবং অগ্রযাত্রায় এই সম্মাননা নতুন উদ্দীপনা যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
মহম্মদপুরে অনুপ্রেরণাদায়ী এই আয়োজন নারীর ক্ষমতায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
