শ্রী মনোরঞ্জন চন্দ্র(রানীনগর)নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গনে কর্মীসভা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবকদল এই কর্মীসভা, আহ্বায়ক কমিটি গঠন ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল মজিদ ও ৯ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়াকে সেচ্ছাসেবক দলের আহ্বায়ক করে প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কালীগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আশিক মাহামুদ, মাসুদ রানা ডাবলু, মিঠুন আহম্মেদ, মিঠু ইসলাম ও রবিউল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল, একডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালীগ্রাম ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জাহিদ নেওয়াজ, সদস্য আনোয়ার হোসেন, কৃষক দলের সভাপতি শাহজামাল, একডালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান আলীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
