রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরলেংটা ঘাটের ইজারা ইস্যুকে কেন্দ্র করে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে “বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ” প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় কোম্পানীগঞ্জ জামায়াতে ইসলামী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন—বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান এবং চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর আইয়ুব আলী।
বক্তারা অভিযোগ করে বলেন, চরলেংটা ঘাটের ইজারা ইস্যুকে ঘিরে কিছু গণমাধ্যমে দলটির নাম জড়িয়ে “সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যমূলক ও তথ্যভিত্তিহীন” সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাইয়ের অনুরোধ জানান।
বক্তারা ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
