ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় পাথরাজ সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি, কালো আইন বাতিল ও বৈষম্য দূরীকরণ দাবি

Mahamudul Hasan Babu
December 10, 2025 10:57 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য দূরীকরণ এবং ‘শিক্ষকুকর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর কালো আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ের বোদায় অবস্থান কর্মসূচি পালন করেছে পাথরাজ সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পাথরাজ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক-কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকার, পদোন্নতি, পে-প্রোটেকশন, বদলিযোগ্যতা এবং চাকরির স্থায়ীত্ব নিশ্চিত করতেই আমরা এই কর্মসূচিতে অংশ
নিয়েছি।

তাদের দাবির মধ্যে রয়েছে—দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ ও দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা, বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।

এ সময় শিক্ষকরা বলেন, চাকরি স্থায়ীকরণ, বদলিযোগ্যতা এবং নন-ক্যাডারকে ক্যাডার পদে উন্নীত করা আজ সময়ের দাবি। দীর্ঘ বৈষম্য কর্মস্পৃহা নষ্ট করছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় উপস্থিত ছিলেন সকশিস-এর পাথরাজ সরকারি কলেজ ইউনিট কমিটির সভাপতি প্রভাষক মোবারক আলী, জেলা সকশিস এর সহ সভাপতি প্রভাষক রুহুল আমীন, পাথরাজ সরকারি কলেজ ইউনিট কমিটির সহ সভাপতি প্রভাষক কামারুম মনিরা, সম্পাদক প্রভাষক এ.কে.এম নিয়ামুল হাবীব প্রধান, সহ সম্পাদক প্রভাষক রবীন্দ্র নাথ রায়, অর্থ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সদস্য প্রভাষক বেগম সেলিনা আখতার প্রমুখ।