আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ই ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের মধ্যের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার তদন্ত অফিসার আবু সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঝিকরগাছা উপজেলার সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হাসান সামাদ নিপুন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঝিকরগাছা উপজেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল মোত্তালিব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুর রহমান, সংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, শিক্ষা তথ্যপ্রযুক্তি সম্পাদক সাংবাদিক আতাউর রহমান জসি, ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ইদ্রিস আলী, সদস্য জুলফিকার আলী ভুট্টো, আলিমুল কাদির কিসলু, শাকিল আহমেদ মিলন, হাবিবুর রহমান আশা, রুবিনা আক্তার, সিরাজুল ইসলাম প্রমুখ।
