পঞ্চগড় প্রতিনিধি : সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য দূরীকরণ এবং ‘শিক্ষকুকর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর কালো আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ের বোদায় অবস্থান কর্মসূচি পালন করেছে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ (সকশিস)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক-কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকার, পদোন্নতি, পে-প্রোটেকশন, বদলিযোগ্যতা এবং চাকরির স্থায়ীত্ব নিশ্চিত করতেই আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি।
তাদের দাবির মধ্যে রয়েছে—দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ ও দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা, বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।
এ সময় শিক্ষকরা বলেন, চাকরি স্থায়ীকরণ, বদলিযোগ্যতা এবং নন-ক্যাডারকে ক্যাডার পদে উন্নীত করা আজ সময়ের দাবি। দীর্ঘ বৈষম্য কর্মস্পৃহা নষ্ট করছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান হবে।
এ সময় উপস্থিত ছিলেন সকশিস-এর বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক ক্ষিতিশ চন্দ্র ঘোষ, হুমায়ুন কবির, বাসুদেব চন্দ্র রায়, কামরুন নেছা, আতিয়া সানজিদা ও শারমিন আক্তার প্রমুখ।
