ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যুর ঘটনা ধামাচাপা

Mahamudul Hasan Babu
December 10, 2025 12:10 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পরে দুই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে এই মৃত্যুর ঘটনা ঘটলেও নিহত শিশুদের পরিবারকে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভাঙ্গুড়া পৌরশহরের শরৎ নগর বাজারে নাজিমুদ্দিন ক্লিনিকে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের মহির উদ্দিনের স্ত্রী বুলবুলি খাতুন (২৫) ও পাবনার চাটমোহর উপজেলার মাঝগ্রামের বাসিন্দা আশিক আলীর স্ত্রী হুমায়রা (২০) নাজিমুদ্দিন ক্লিনিকে ভর্তি হয়। এরপর গত সোমবার রাতে এই দুই প্রসূতির সিজারিয়ান অপারেশন করে ডাক্তার গোলাম সারোয়ার। এরপর ক্লিনিকে রাতেই ওই দুই নবজাতকের মৃত্যু হয়। তবে কি কারণে ওই দুই নবজাতকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ডাক্তার গোলাম সারোয়ার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ও ওই ক্লিনিকের মালিক।

এদিকে ক্লিনিকে ওই দুই নবজাতকের মৃত্যুর পরে পরিবারের লোকজন আহাজারি শুরু করে। কিন্তু বিষয়টি গোপন রাখতে তাৎক্ষণিক পরিবারের লোকজনকে ম্যানেজ করে ক্লিনিক কর্তৃপক্ষ।এর আগেও আরো অনেক অভিযোগ রয়েছে এই চিকিৎসক ও এই প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে চিথুলিয়া উত্তর পাড়ার আতিকা নামের একটা রোগিকে ভুল অস্ত্র পাচার করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন তিনি সার্জারি ডাক্তার হয়ে মেয়েদের সিজার করে কিভাবে তিনি তো গাইনী ডাক্তার নয় । এ বিষয়ে পাবনা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ বলেন বিষয়টি আমি এখনো অবগত হইনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।