রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৫৫০ মসজিদের খতিব, ইমাম ও মাদরাসা শিক্ষকের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে কবিরহাট পৌরসভার শিরিন গার্ডেন মিলনায়তনে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপহার সামগ্রী প্রদান করেন নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে ফখরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় আলেম-ওলামাদের সম্মান করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আলেম সমাজকে একইভাবে মর্যাদা দেন। সেই সম্মানের অংশ হিসেবেই খতিব, ইমাম ও মাদরাসা শিক্ষকদের জন্য এ উপহার পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা ও আরোগ্য কামনায় আলেম সমাজের কাছে দোয়া চান তিনি। অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সাড়ে পাঁচশ ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকের হাতে উপহার তুলে দেওয়া হয়। প্রতিটি উপহার প্যাকেটে ছিল জায়নামাজ, পাঞ্জাবির কাপড় ও লুঙ্গি। এর আগে কোম্পানীগঞ্জ উপজেলাতেও ৫০০ ইমাম–শিক্ষকের মধ্যে একই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।
কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।
