মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় আমার সাংবাদিকদের সঙ্গে অসদ আচরণ ও বিভিন্ন জায়গায় থেকে ফোন দেওয়ায় দুঃখপ্রকাশ নাজিম উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে মালিক পক্ষ
বৃহস্পতিবার (১১ডিসেম্বর ) হাসপাতালে সাংবাদিকের সঙ্গে বৈঠক শেষে দুঃখপ্রকাশ করেন মালিক। পাশাপাশি তিনি পুনরায় একসঙ্গে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান।এসময় সেখানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।তানজিনা ফারহিন বলেন, আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি এতো দূর আস্তে পারছি । আমি কয়েকদিন আগে এলাকার বাহিরে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দু-একটি নিউজপোর্টাল আমার ক্লিনিকে নবজাতকের মৃত্যু ধামাচাপা এই শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক মেহেদী হাসান, যার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, সে আমাকে একটি প্রকাশ করে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি এ সময়ের জন্য যৌক্তিক নয়। এজন্য আমি তাকে বিভিন্ন মহল থেকে ফোন দিয়েছিলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।এর মধ্যেই আমার ফোনের রেকর্ড শুনে অন্য সাংবাদিকরা রেগে যান, প্রতিবাদ করেন, যা খুবই যৌক্তিক। মনগড়া আজেবাজে মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী ।তানজিনা ফারহিন বলেন, তানজিনা ফারহিন বলেন, আমি এটাও চাই মূলধারার সংবাদ মাধ্যম ও সাংবাদিক যারা আছেন তারাও সাংবাদিকতার নামে যে সব অপসাংবাদিক আছে, পোর্টাল আছে, যারা অসম্মান করে ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করতে আমার পাশে, প্রাইভেট হাসপাতালের পাশে সবসময় যেমন ছিলেন তেমনি থাকবেন। যারা সবসময় আমার পাশে ছিলেন আছেন এবং আমার নাজিম উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। সুন্দর থাকবেন।
