ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়

Mahamudul Hasan Babu
December 11, 2025 1:35 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ একটি সহনশীল ও শান্তিপূর্ণ জেলা। এখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দকে পুলিশ অফিসে এসে মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও নোট গ্রহণ করেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক করতে জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে বলেও তিনি উপস্থিতদের আশ্বস্ত করেন। এ জন্য তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।