ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

Mahamudul Hasan Babu
December 11, 2025 1:42 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, আটোয়ারীর মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন। তিনি আরও বলেন, আমি আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সমাজের দর্পণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে। তিনি বলেন, সঠিকতথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূলনীতি- এটি বজায় রাখলে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থা আরও বাড়বে। নবাগত ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগি শক্তি। সবাই মিলে কাজ করলে আটোয়ারীকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আটায়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার,সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ হাফিজুল ইসলাম, আব্দুল মজিদ, জরিফ হোসেন চৌধুরী প্রমুখ।