মিজানুর রহমান মিজান : লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাত ১২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা ভারতীয় শাড়ির বড় একটি চালান সীমান্ত পথে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করে বিজিবি। জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “আন্তঃসীমান্ত চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
