ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটি পুণঃগঠন

Mahamudul Hasan Babu
December 11, 2025 1:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটির পুুণঃগঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বাস্তবায়নে এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সহযোগিতায় জেলা কমিটি পুনঃ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় মউকের হলরুমে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও সমাজ সেবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু করা হয়। মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও মেহেরপুর পৌর পৌরসভার মেয়র আব্দুর রহিম, গাংনী পৌর সভার প্যানেল মেয়র নবীরউদ্দীন, আমঝুপি ইউপির প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন ও ইউপি সদস্য আব্দুর রশিদ বল্টু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মেহেরপুরের বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশু মৃত্যুর মত ঘটনার প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এবং এক্ষেত্রে সকলকে সচেতন থাকা ও শিশুদের সাঁতার শিখতে উদ্বুদ্ধ করার আহবান জানানো হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিগত দিনে মউকের বাস্তবায়নে কার্যক্রমের সফলতার দিক তুলে ধওে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, প্রকল্পের ম্যানেজার ফাইমা আখতার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মউকের প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদ।
একই সাথে কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এবং নব গঠিত কমিটির কার্যক্রম সম্পর্কে ধারণা উপস্থাপন করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। তিনি বলেন, মউক একটি কেন্দ্র, যা মানবাধিকার প্রতিষ্ঠায় প্রায় ৩০ বছর কাজ করে আসছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলার সকল সচেতন ব্যাক্তিদের নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে একটি নারী ও শিশু বান্ধব জেলা গঠনে কাজ করে যাচ্ছে। এসব সমস্যা নিয়ে প্রশাসনের সাথে লবিং, সেমিনার, দাবি আদায়ে আবেদন, মানববন্ধনের মত আন্দোলন, সালিস পরিষদ গঠন করে সমস্যা নিরসন ও আইনী সহায়তা প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় ব্ক্তব্য রাখেন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সমাজ সেবক শফিকুল ইসলাম , আব্দুর রকিব, আক্তারুজ্জামান, শহিদুল ইসলাম, অ¦াব্দুল আলিম, শিক্ষানবিশ এ্যাডভোকেট শাহীন, নারীনেত্রী পলি খাতুন ওরফে বেদানা, নারীনেত্রী ফাইমা খাতুন প্রমুখ।
শেষে ব্যাপক আলাপ আলোচনা সাপেক্ষে বিশিষ্ট সমাজ সেবক ও মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) আব্দুর রহিমকে সভাপতি, গাংনীর বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ও মেহেরপুরের পৌরসভার সাবেক কাউন্সিলর পলি খাতুন ওরফে বেদানাকে সহ সভাপতি এবং পদাধিকার বলে মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমকে কমিটির সচিব মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।