ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

Mahamudul Hasan Babu
December 11, 2025 1:53 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্তরা।
বৃহষ্পতিবার (১১ডিসেম্বর) ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ লিপি আক্তার (৩৫)। তিনি কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান (র‌্যাব)-২ কর্মরত আছেন।
স্থানীয় সূত্র জানায়,দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার গণময়দান (শ্রম কল্যান কেন্দ্র) সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। বাসাটি নিরিবিলি হওয়ায় ইতোপূর্বে দুই বার চুরি হয়। আজ ভোরে ফের ওই বাসার জানালার গ্রিল কেটে তিনজন চোর ঢুকে।
নিহতের মেয়ে মিথি (১১) জানায়,তার দুই ভাই মামার বাড়িতে ছিল। মা-মেয়ে ঘুমন্ত অবস্থায় বাসায় চোর ঢুকে। ঘুম ভাঙলে মা চোরদের চিনে ফেলায় তারা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়।
পরে মেয়ের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন লিপিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু নিয়া জানান, চোরদের চিনে ফেলায় অবস্থা বেগতিক দেখে তারা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।