আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী–২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছেন বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিএনপি থেকে প্রার্থী ঘোষিত সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বয়কটের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের পাবলিক মাঠ থেকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত দলীয় প্রার্থী অতীতে কোনো আন্দোলন–সংগ্রামে দলের সঙ্গে ছিলেন না এবং দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। বক্তারা আরও দাবি করেন, ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী একেএম ফারুক তালুকদারের বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন দিয়েছিলেন তিনি, যার কারণে সে সময় বিএনপি পরাজিত হয়েছিল।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ ওরফে হাজী পলাশ, যুবদলের সাবেক সদস্য সচিব বশির পঞ্চায়েতসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে পটুয়াখালী–২ আসনে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণার পর থেকেই তার বিরোধিতায় নানা কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপি নেতারা।
