পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা নির্বাচিত হয়েছেন। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এর নেতৃত্বে সার্বিক কর্ম মূল্যায়নে নভেম্বর/২৫ মাসের জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয় বোদা থানা।
অবৈধ মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার ও উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সুবাদে বোদা থানাকে জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম শ্রেষ্ঠ থানা নির্বাচিত করেন।
আজ পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার রবিউল ইসলামের কাছ থেকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়ায় ইনচার্জ (ওসি) সেলিম মালিক সন্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
এসময় সভায় পঞ্চগড় জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বোদা থানা জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় বিষয়ে ওসি সেলিম মালিক বলেন, আমি সহ আমার সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারী নিরলসভাবে করতেছি, আমি মনে করি, আমারা বোদা থানার সকলেই আমাদের কাজের স্বীকৃতি পেয়েছি। কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। পাশাপাশি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ওসি সেলিম মালিকের ইন্সপেক্টর(নিরস্ত্র),অফিসার ইনচার্জ,রৌমারী থানা,কুড়িগ্রাম হিসেবে তাহার পূর্ববর্তী কর্মস্থলেও নভেম্বর মাস ২০২৫ খ্রিঃ এ রৌমারী থানা,কুড়িগ্রাম এ অপরাধ দমনে,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার,মামলা নিষ্পত্তির জন্য কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ থানা হয়েছে।
